আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-১ (মীরসরাই) সংসদীয় আসনে নৌকার প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন রুপালী পর্দার তারকারা। শনিবার ( ২২ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে মীরসরাই উপজেলার আওয়ামীলীগ অফিসের সামনে থেকে প্রচারণা শুরু হয়।
এ সময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা মাহফুজ আনম, মীর সাব্বির, অভিনেত্রী, বিজরী বরকতউল্লাহ , তানভীন সুইটি, শমী কায়সার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় পুত্র সাবেদুর রহমান সমু প্রমুখ। এ সময় তারকারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি। এই সরকারের সময়ে সাংস্কৃতিক সুস্থ ধারা তৈরী হয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করা জরুরী। এ সময় তারকারা তরুণ প্রজন্মসহ সর্বস্তরের জনসাধারণকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
মন্তব্য করুন