আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন’ চালানোর জন্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) অধিকাংশ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে বাংলাদেশ সরকার ‘যথাযথ সময়ের মধ্যে পরিচয়পত্র ও ভিসা দিতে পারেনি’ মর্মে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতি দিয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্র দূতাবাস এ নিয়ে তাদের হতাশার কথা জানায়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণের ওই মিশন চালাতে অর্থায়ন করেছিল। কিন্তু যথাসময়ে পরিচয়পত্র ও ভিসা না পেয়ে আনফ্রেল তাদের ৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করতে বাধ্য হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন