সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নির্বাচনী প্রচারণায় বাধা হামলা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনা-১ আসনের বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ৪:৪৫ পিএম

হামলা মামলা গণগ্রেফতার ও নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল রবিবার দুপুরে তিনি তার গ্রামের বাড়ী কলমাকান্দা উপজেলার চত্রংপুর নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির প্রার্থী হিসেবে আমি আমার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শুরু করলে আওয়ামীলীগ নেতাকর্মীরা আমার পোস্টার ছিড়ে ফেলছে। ক্ষমতাসীন দলের ক্যাডাররা কলমাকান্দায় বিএনপি অফিস ভাংচুরসহ আমার প্রচারণার মাইক ভাংচুর করছে। গত শনিবার আমার নির্বাচনী গণসংযোগ কালে কলমাকান্দার আমবাড়ী ও বাহাদুর কান্দায় দু দফা হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর ও বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করেছে। তিনি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে আওয়ামীলীগের লোকজন আমার নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা, পোস্টার ছিড়ে ফেলা ও নেতাকর্মীদের অব্যাহত হুমকি ধামকি দিচ্ছে এবং অপরদিকে পুলিশ দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপি সভাপতি সম্পাদকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের ৮ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো সহ¯্রাধিক নেতাকর্মীর নামে ১৫টি গায়েবী মামলা দায়ের করে প্রায় শতাধিক নেতাকর্মীকে গণগ্রেফতার করেছে। তিনি এসব ব্যাপারে জেলা রির্টানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসার বরাবরে ১৫টি লিখিত অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। সংবাদ সম্মেলনে তিনি আগামী যে কয়দিন আছে, সেই কয়দিন যাতে নেতাকর্মীদের নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারেন তার জন্য নির্বাচন কমিশন ও সরকারের সহযোগিতা কামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন