বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। দেশে অংশগ্রহণমূলক নির্বাচনে বিজিবি নির্বাচন কমিশনের সাথে সার্বিক সহযোগীতা করবে। কোন কেন্দ্রে যাতে কোন প্রকার সহিংসতা না হয় সে ব্যাপারে বিজিবির দায়িত্বরত সদস্যরা কাজ করবে। গতকাল রোববার চট্টগ্রাম জেলার পটিয়ায় বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। সকাল ১০ টায় বিজিবি মহাপরিচালক হেলিকপ্টার যোগে পটিয়া আসেন। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণ করার পর তিনি অস্থায়ী ক্যাম্পে প্রশাসনের লোকজনের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আদিল চৌধুরী, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আরেফিন তালুকদার, ৮ম বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মুনির হাসান, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন সাকি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন