হাইকোর্টে প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে ৭ সংসদ সদস্য প্রার্থী আবেদন করেছেন। গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব আপিল আবেদন দায়ের করা হয়। আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই তথ্য জানান ।
আবেদনকারীরা হলেন, বিএনপি মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন, জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের মো. আব্দুল মজিদ, বগুড়া-৭ আসনের মোর্শেদ মিল্টন, রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ ও জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার। এই প্রসঙ্গে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এসব প্রার্থীর সবাই উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করায় হাইকোর্ট তাদের প্রার্থিতা স্থগিত করে রুল দিয়েছেন। তাই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে তাদের পক্ষে আপিল বিভাগে পৃথক পৃথক আবেদন জানানো হয়েছে। সোমবার চেম্বার বিচারপতির আদালতে এসব আবেদনের ওপর শুনানি হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন