রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ধর্মপাশায় আ’লীগ-বিএনপির জনসভা, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৪:০৯ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশায় একই দিনে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নির্বাচনী জনসভার আয়োজন করা হলে উপজেলা প্রশাসন ওই স্থানে বা আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় আগামীকাল বুধবার উপজেলা জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নির্বাচনী জনসভার জন্য প্রায় এক মাস আগে অনুমোদন চেয়ে থানায় আবেদন করে বিএনপি। পরে একই দিনে একই স্থানে নির্বাচনী জনসভার করার জন্য গত সপ্তাহে আবেদন করে আওয়ামী লীগ।

একই দিনে একই স্থানে আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের নির্বাচনী জনসভার আয়োজন করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ওই স্থানের আশপাশ এলাকায় বুধবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবাইদুর রহমান। এ বিষয়ে আজ মাইকিং করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবাইদুর রহমান বলেন, জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বুধবার একই দিনে একই স্থানে আওয়ামী লীগ-বিএনপি নির্বাচনী জনসভার জন্য আবেদন করে। এতে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা ছিল। তাই ওই স্থানে অথবা আশপাশ এলাকায় কাল সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই স্থানে ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন