রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে ওসমানীনগরের বিএনপি

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৭:৩৪ পিএম | আপডেট : ৭:৪২ পিএম, ২৫ ডিসেম্বর, ২০১৮

সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক এমপি এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার প্রচারণার প্রথম দিকে উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা আটকে যায়। শূন্য হয়ে পড়ে বিএনপির শক্তিশালী ঘাঁটি সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসন।

অবশেষে ওসমানীনগর বিএনপি গতকাল মঙ্গলবার গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সিলেট- আসনে মুকাব্বির খানের উদিয়মান সূর্য্য প্রতিকের পক্ষে মাঠে নামে। গতকাল বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়কে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাককর্মীরা উদিয়মান সূর্য্যওে পক্ষে বিরাট মিছিল বের করে।

এক দিনের ঘোষণায় বিএনপি নেতাকর্মীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক নেতাকর্মী আড়ালে থাকলেও গতকাল উপস্থিত হয়ে তাদের সমর্থন জানানোর পাশাপাশি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। 

গণফোরামের প্রার্থী মুকাব্বির খান এখন বিএনপির প্রার্থীতে এবং ধানের শীষের পরিবর্তে উদিয়মান সূর্য্য প্রতিক পরিনত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা উদিয়মান সূর্য্য প্রতিকে ভোট দেয়া মানে ধানের শীষে ভোট দেয়া-এমন দাবী তুলে সর্বত্র জনপ্রিয়তা লাভ করেছে।

মিছিল ও গণসংযোগে নেতৃত্বদেন প্রার্থী মুকাব্বির খান, বালাগঞ্জ উপজেরা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মুতাহির আলী, সহসভাপতি ইমরান রব্বানী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এসটিএম ফখর, সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ইসলাম উদ্দিন, বিএনপি নেতা সৈয়দ এনায়েত, স্বেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান, মিজানুর রহমান চৌধুরী শাহিন প্রমূখ।
মিছিল শেষে পথসভায় মুকাব্বির খান বলেন, আপনারা ভোটের মাধ্যমে সরকারের সকল অন্যায়ের জবাব দিবেন। শান্তিপূর্ণ ভোটে বাধা দিলে দায় সরকারকে নিতে হবে। প্রশাসনের নিরপেক্ষ অবস্থান থাকলে ঐক্যফ্রন্টের প্রার্থীকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। আপনারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে রাখবেন। বিজয় আমাদের নিশ্চিত ইনশাআল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন