সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট-২ আসনে ধানের শীষ মানে উদিয়মান সূর্য্য কেন্দ্রীয় নির্দেশে মাঠে নেমেছে বিএনপি, পাল্টে গেছে ভোটের হিসাব

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৬:২৩ পিএম

সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি প্রার্থী ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা বিএনপির মনোনীত প্রার্থী হয়ে মাঠে কাজ করেছিলেন। কিন্তু উচ্চ আদালতের রায়ে তার প্রার্থীতা আটকে গেলে নিরাশ হয়ে পড়ে বিএনপি তথা ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। অবশেষে এ আসনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের উদিয়মান সূর্য্য প্রতিক নিয়ে মাঠে নেমেছে এ আসনের বিএনপির নেতাকর্মীরা।
ঐক্যফ্রন্টের নির্দেশ আসার পর নিরবতা ভেঙ্গে মাঠে সরব হয়ে উঠে ওসমানীনগর-বিশ্বনাখ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা তাদের প্রচারনায় সিলেট-২ আসনের ধানের শীষ মানে সূর্য্য বলে ভোটারের কাছে ভোট চাচ্ছে। সূর্য্যে ভোট দেয়া হলে ধানে দেয়া হয়ে যাবে। দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দ্রুত সূর্য্য প্রতিকের খবর ছড়িয়ে পড়ে। চারদিকে সূর্য্য প্রতিকের এখন সুর উঠেছে বলে দাবী করেন উপজেলা সভাপতি সৈয়দ মোতাহির আলী।
গতকাল বুধবার দুপুরে ওসমানীনগর-বিশ্বনাথের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচার মিছিল বের করা হয়। বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে বিরাট মিছিল বের করা হয়। মিছিল শেষে পথসভায বক্তব্য রাখেন, প্রার্থী মোকাব্বির খান।
এ সময় তিনি বলেন, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না। আমরা প্রশাসনের প্রতি নিরপেক্ষ আচরণের আহবান জানাই। তিনি আরো বলেন, ধান এখন সূর্য্য। এ আসনে সূর্য্য প্রতিকে ভোট দেয়া মানে খালেদা জিয়ার মুক্তি ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে আনা। আগামী ৩০ তারিখ ভোটের মাধ্যমে সরকারের সকল অপশাসনে জবাব দিবেন। বক্তব্য রাখেন, বিশ্বনাথে পথ সভায় বক্তব্য রাখেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ভাই আসকির আলী, ওসমানীনগরে বক্তব্য রাখেন উপেেজলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতোহির আলী প্রমূখ। মিছিলে নেতৃত্ব দেন, বালাগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান আবদাল মিয়া, বিএনপি নেতা ইমরান রব্বানী চেয়ারম্যান, সাবেক চেয়ার¤্রান সৈয়দ কওছর মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি ইমরান রব্বানী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এসটিএম ফখর, আব্দুর রব চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক শাহ ইয়াহইয়া, বিএনপি নেতা সৈয়দ এনায়েত, স্বেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান, মিজানুর রহমান চৌধুরী শাহিন, যুবদলের আহবায়ক আহবাবুল হোসেন, নুরুল ইসলাম রেজন, আবুল কালাম. ইসলাম উদ্দিন, আনা মিয়া, উপজেলা ছাত্রদলের সদন্য সচিব রায়হান আহমদ, যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ প্রমূখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন