শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শ্রেণিকক্ষে ক্লাসের ফাঁকে আড্ডা দিচ্ছিলেন শিক্ষার্থীরা। গল্পে মেতেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের কাছে কি প্রত্যাশা এসব নিয়ে ভাবছেন তারা। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও নানা ভাবনার কথা ওঠে আসে তাদের গল্পে। নতুন এমপিদের প্রতি প্রত্যাশা থাকবে নারীদের অগ্রাধিকার ও সহিংসতা বন্ধে পদক্ষেপ নেয়ার। 

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়টির অর্ধশতাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা ভবিষ্যৎ এমপিদের কাছে দাবি-দাওয়ার কথা জানান। এসব শিক্ষার্থী এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। সমাজ বিজ্ঞানের বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ২৯ জন শিক্ষার্থীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে। তারা জানালেন, শিল্পকারখানায় ছেলেদের পাশাপাশি মেয়েদের নিয়োগ দিতে হবে। বিষয়ভিত্তিক কর্মসংস্থান তৈরি করতে হবে। এসব কাজে এমপিদের সহায়তা চান। একই বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের সায়মা আক্তার বলেন, বায়োলজি পড়ছি। কাজের ক্ষেত্র চাই। বিষয়ভিত্তিক চাকরি চাই। একাডেমিক জ্ঞান কর্মজীবনে কাজে লাগাতে চাই। রসায়ন বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের আসমা আক্তার বলেন, তিনি বিভিন্ন ক্ষেত্রে নারীদের আরও অগ্রাধিকার চান। নারীর প্রতি সহিংসতা বন্ধে এমপিদের পদক্ষেপ চান তিনি। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের সাবিহা রহমান বলেন, কুমিল্লা শহর থেকে ঝাঁকুনি খেয়ে খেয়ে ক্যাম্পাসে আসি। রাস্থাঘাট বেহাল। দ্রুত এসব রাস্তাঘাটের উন্নয়ন চাই। গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আয়শা লবনী বলেন, শিক্ষাক্ষেত্রে গবেষণা বাড়ানোর দাবি জানাচ্ছি। এতে বরাদ্দ কম থাকে। বরাদ্দ বাড়াতে হবে। জ্ঞানচর্চার নান্দনিক পরিবেশ চাই।
পদার্থ বিজ্ঞান ভবনের পাশে বসে ছিলেন গণিতের তৃতীর্য় সেমিস্টারের শিক্ষার্থী আল-আমিন। তিনি বলেন, যারাই ক্ষমতায় আসুক, চলমান উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। ইংরেজি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের কান্তা দাস বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন হোক। কর্মক্ষেত্রে তরুণদের সুবিধা বৃদ্ধিতে সহায়তা চাই।
আইন তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাবরি সাবেরীন বলেন, খুলনা শহরে আমার বাড়ি। আমি শহরের উন্নয়ন চাই। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে পড়েন মো. খোরশেদ আলম বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে। তিনি বলেন, আমাদের এলাকায় এমপি মহোদয় নির্বাচন এলে বলেন, গ্যাস দেবেন। কিন্তু এখনো গ্যাস পাইনি। গ্রামের বাড়িতে গ্যাস চাই। এবার প্রতিশ্রুতির পূরণ চাই। হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতুল বাকী বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন চাই। এলাকার উন্নয়ন চাই। গণিত বিভাগের স্নাতকোত্তর শ্রেণির প্রথম সেমিস্টারের জাহিদুল ইসলাম বলেন, তারুণ্য বান্ধব কর্মসংস্থান চাই। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, তরুণরা কিছু একটা করতে চায়। বিশ্ববিদ্যালয় জীবনে ওরা অনেক বড় স্বপ্ন দেখে। কর্মসংস্থান হলে ওরাই দেশটাকে ভালোবেসে সামনে নেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন