শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আটকের প্রতিবাদে আদালত চত্বরে গ্রামবাসীদের অবস্থান

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ২:৫৩ পিএম

দিনাজপুর-২ আসনের বিরল উপজেলা উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আনম বজলুর রশিদ কালুকে আজ ভোরে তার বাসা থেকে আটক করা হয়েছে।
তাকে আটকের প্রতিবাদে বিরলের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার আদালতে সমবেত হয় এবং তার মুক্তি দাবী করে। পূর্বের একটি নাশকতার মামলা ও পোষ্টার ছেড়া সংক্রান্ত অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এসময় বিক্ষুদ্ধ মানুষেরা আদালত চত্বরে শ্লোগান দিতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে তাকে কারাগারে নিয়ে যায়।
এর আগে তার সমর্থকদের নিয়ে দিনাজপুর-২ আসনের বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ জেলা রিটার্নিং কর্মকতা ও জেলা প্রশাসকের কাছে গেলে তিনি উপজেলা চেয়ারম্যানের বিষয়টি জানেন না বলে জানান। খোজ নিয়ে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন