বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পীরগাছায় বিএনপি-জামায়াতের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আ.লীগের নির্বাচনী অফিস ভাংচুর

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ৬:১১ পিএম

রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে বিএনপি-জামায়াতের ৫৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নগরজিৎপুরে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে রাখা চেয়ার টেবিল আসবাবপত্র ও কাঠের তৈরি নৌকা প্রতীক ভাংচুর করা হয়। এঘটনায় বিএনপি ও জামায়াতের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী গোলাম আজম বলেন, স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গভীর রাতে নির্বাচনী অফিস ভাংচুর করেছে। তারা পূর্বের মতো নির্বাচন বানচালের উদ্দেশ্যে এ ঘটনা ঘটায়।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন