শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনা-৩ আসনে আওয়ামী লীগ বলছে পরিবেশ ভাল বিএনপি’র শঙ্কা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ২:৫৬ পিএম

রাত পোহালেই ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাত পোহালেই শুরু হবে ভোট। উৎসব মুখর আমেজে ভোট হবে এমনটাই আশাবাদী আওয়ামী লীগের কিন্তু পাশাপাশি ভোট নিয়ে শঙ্কায় রয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে প্রতীক বরাদ্দের পরপরই ৫জন প্রার্থী ব্যাপক প্রচার চালাচ্ছেন। পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে আওয়ামী লীগ হতে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন নৌকা, বিএনপি হতে সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মুত্তালিব হাত পাখা এবং গণতন্ত্রী পার্টি থেকে খায়রুল আলম কবুতর প্রতীক পেয়ে পোস্টর, লিফলেট দিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বিএনপি হতে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলে ঋণ খেরাপির দায়ে তা বাতিল হয়ে যায়। পরবর্তীকে তিনি আপিল করে তাঁর মনোনয়ন ফিরে পান। বর্তমানে তিনিও স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ প্রতীকে নির্বাচনী মাঠে। পাবনা-৩ আসনে ৫জন প্রার্থী হলেও মূলতঃ ৩জন প্রার্থীর প্রচার প্রচারণা বেশি পরিলক্ষিত হয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন নৌকা এবং বিএনপি হতে সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করেছেন এবং আলহাজ্ব হাসানুল ইসলাম রাজাও স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনিও বেশ জোরেশোরে নির্বাচনী মাঠে রয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মকবুল হোসেন নৌকা প্রতীকে পরপর ২বারের সংসদ সদস্য অপর দিকে বিএনপি হতে কেএম আনোয়ারুল ইসলামও ২বারের সংসদ সদস্য ছিলেন। উভয়েরই নির্বাচনের দারুণ দক্ষতা রয়েছে। নির্বাচনের দিকে আওয়ামী লীগ ও বিএনপির ২ প্রার্থী বেশ অভিজ্ঞ বটে। উভয়ই হেভি ওয়েট প্রার্থী। তাঁরা এবং তাঁদের নেতা, কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত গ্রাম, মহল্লায় ব্যাপক ভাবে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রচার করছেন এবং স্ব স্ব প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করেছেন। অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মুত্তালিব হাত পাখা এবং গণতন্ত্রী পার্টি থেকে খায়রুল আলম কবুতর প্রতীকের তেমন প্রচারে দেখা যায়নি। তাঁদের প্রচার চলেছে ঢিমে তালে। আওয়ামী লীগের আশাবাদ সরকার ১০ বছরে ক্ষমতায় থেকে ব্যাপক উন্নয়ন করেছে। ভোটাররা ৩০ ডিসেম্বরে শান্তিপূর্ণ পরিবেশে নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামী ল লীগকে জয়যুক্ত করবে এবং আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। অপরদিকে বিএনপি ভোট নিয়ে শঙ্কায় রয়েছে। তাদের অভিযোগ নেতা কর্মীরা বের হতে পারেনি। এদিকে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে কোথায় কোন বড় ধরনের অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যাযনি। শান্তিপূর্ন ভাবে ভোট হবে বলে এলাকাবাসীর অভিমত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন