ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসার সামনে অবস্থান নিয়েছে পুলিশ। পোষাকধারী ও সাদা পোষাকের পুলিশ সদস্যরা ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে বলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছে। তিনি জানান, দুপুরের পর থেকেই পুলিশ ও র্যাবের সদস্যরা মির্জা আব্বাসের বাসা ঘিরে রাখে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল সাড়ে ৩টার পর রাজধানর শাহজাহানপুরে আব্বাসের বাসার সামনে বেশকিছু পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। ওই সময়ে আব্বাসের বাসা থেকে যারা গ্রেফতার হচ্ছেন তাদেরকে আটক করছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন