সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ১শ’ ১৩ টি কেন্দ্রে ভোট চলছে।

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) থেকে | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১০:১৫ এএম

পিতার কবর জিয়ারত শেষে ভোট প্রদান করেছেন ,মহাজোট প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ১শ’ ১৩ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে এক যোগে শান্তিপূর্নভাবে ভোট শুরু হয়েছে। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৫শ’ ৭৯ জন। এদিকে সকালের প্রথমভাগে প্রচন্ড শীতে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকদের উপস্থিতি ও ভোটের উৎসব চোখে পড়ার মত ছিল। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ আসনের মহাজোট প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সকাল সাড়ে ৮ টার দিকে তার পিতা প্রয়াতমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর কবর জিয়ারত করে পায়ে হেটে এসে বোচাগঞ্জের ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভাট কেন্দ্রে নতুন ভোটারদের সাথে নিয়ে ভোট প্রধান করেন। ভোটদান শেষে সাংবাদিকদের বলেন, ভোটের এমন শান্তিপূর্ন পরিবেশ অতীতে আমি দেখি নাই। জনগণ বিজয়ের মাসে নৌকার পক্ষেই রায় দিবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন