শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাকা-৪: বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন ওপর হামলা, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৯ এএম

ঢাকা-৪ আসনে ভোট দিতে গেলে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
এ সময় ভোট শেষে কেন্দ্রের চার তলায় তাকে হামলা করা হয়। তাকে ব্যাপক মারধর করা হয়।
হামলায় তিনিসহ আর ৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ কেন্দ্রে এখন উত্তেজনা বিরাজ করছে।
এদিকে আসনটির ৫৫টি কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে।
ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়কারী তানভীর আহমেদ রবিন। এ আসনে মোট ৭৭টি কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রেই আমাদের পোলিং এজেন্ট জোর করে বের করে দেয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় তাদের বের করে দিয়েছে।
তিনি বলেন, পোলিং এজেন্টরা এখন কেন্দ্রের বাইরে অবস্থান করলেও সেখান থেকেও তাদের সরে যেতে বলা হচ্ছে। এ আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবুল হোসেন বাবলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন