রাজধানীর মগবাজারস্থ ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি । রোববার সকাল পৌনে ৯টার দিকে তিনি কেন্দ্রে গিয়ে ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, আমারা খবর পেয়েছি আওয়ামী লীগের লোকজন গতরাতেই সিল মেরে ব্যালট বাক্স ভরে রেখেছে। আমাদের এজন্টেদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নিয়েছি।
তিনি বলেন, লাইনে দাড়ানো অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে হুমকি-ধামকি দিচ্ছে। সেনাবাহিনী নিজে থেকে কিছু করতে পারে না, ডাকলে তারা আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন