লক্ষ্মীপুর-২ আসনের মকরধ্বজ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা ও ভাংচুর চালিয়ে ব্যালট পেপার ও বক্্র ছিনতাই করে নিয়ে যায় দূর্বত্তরা। পরে ভোটগ্রহন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন, প্রিজাইডিং অফিসার নুর মোহাম্মদ মজুমদার। এ সময় দু-পক্ষের সংঘর্ষে পাবর্তীনগর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন, মোরশেদ কামাল, জুয়েল ও ইমাম উদ্দিন নাহিদসহ ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিজাইডিং অফিসার নুর মোহাম্মদ মজুমদার জানান, ভোট শুরুর কিছুক্ষন পর কয়েকজন যুবক কেন্দ্রের ভিতরে ঢুকে হামলা ও ভাংচুর চালিয়ে ব্যালট পেপার ও ব্যালট বক্্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিনসহ ৫জন আহত হয়। এরপর ভোটগ্রহন স্থগিত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন