শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ভোট বর্জন করলেন পার্থ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৩:১২ পিএম

ভোট কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের উপর হামলার অভিযোগে ভোট বর্জন করার ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রোববার দুপুরে বারিধারার বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। আন্দালিব রহমান অভিযোগ করে বলেন, এটা স্মরণকালের কলঙ্কিত নির্বাচন। ভোটাদেরকে ভোট দিতে দেয়া হচ্ছে না। সকাল থেকে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে ভোট কেন্দ্র দখল করে সিল মারছে। আমার এজেন্টদের উপর হামলা করে কেন্দ্রে থেকে বের করে দিয়েছে। যারা ভোট দিতে গেছেন তাদের ব্যালট পেপার টেবিলের ওপর রেখে নৌকায় সিল দিতে বাধ্য করছে আওয়ামী লীগের লোকজন। তিনি বলেন, কালাচানঁপুর ভোট কেন্দ্রে স্থানীয় কমিশনার বাবুলের নেতৃত্বে এজেন্টদের উপর হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এমনকি মহিলা এজেন্টরা ও রক্ষা পায়নি তাদের হাত থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন