শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোটকারচুপি ও অনিয়মের অভিযোগে পূনঃনির্বাচনের দাবী জানিয়ে ভোট বর্জন করেন লক্ষ্মীপুরে ঐক্যফ্রন্টের চার প্রার্থী

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৪:২৩ পিএম

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি নেতা ও ঐক্যফ্রন্ট প্রার্থীর এজেন্টদের বের করে কেন্দ্র দখল,জালভোট ও রাতে বেশিরভাগ কেন্দ্রের ভোটকেটে নেয়াসহ নানা অভিযোগ তুলে পূর্ননির্বাচনের দাবী জানিয়ে ভোট বর্জন করেন,ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ভোট শুরুর ঘন্টা খানেক পর নিজ বাসভবনে এ অভিযোগ করেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, রাতে আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় আওয়ামীলীগ প্রার্থী একেএম শাহজাহান কামালের লোকজন বেশিরভাগ কেন্দ্রে অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে প্রিজাইডিং অফিসারদের জিম্মি করে ব্যালট পেপার নিয়ে নৌকা মার্কা সিল মারা। এছাড়া সকালে ভোট শুরুর আগে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা এবং যারা কেন্দ্রে ঢুকছে তাদের মারধর করে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারে। বিএনপির প্রার্থীরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বলে দাবী করেন তিনি। একই অভিযোগ ও পূর্নঃনির্বাচনের দাবী জানিয়ে নির্বাচন বর্জনের ঘোষনা দেন ঐক্যফ্রন্টের অপর তিন প্রার্থী। তারা হচ্ছেন, লক্ষ্মীপুর-৪ আসনের জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্ট প্রার্থী আসম আবদুর রব,২ আসনের প্রার্থী আবুল খায়ের ভূইয়া ও ১ আসনের প্রার্থী শাহদাত হোসেন সেলিম। অনতিবিলম্ভে এ ভোট বাতিল করে পূননির্বাচনের দাবী জানান চার প্রার্থী। তারা সবাই নিজ নিজ আসনে সকালে ও দুপুরে পূনঃনির্বাচনের দাবী জানিয়ে ভোট বর্জনের ঘোষনা দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন