শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চতুর্থবার বিপুল ভোটে বিজয়ী রেলমন্ত্রী মুজিবুল হক

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৮ পিএম | আপডেট : ১:৪০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০১৮

চতুর্থবারের মতো বিপুল ভোটে এমপি নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের মাটি ও মানুষের জনদরদী নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব । ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ফলাফলে কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে মুজিবুল হক নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৭৯ হাজার ৩০৩ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের নেতা মোঃ কামাল উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২২৫৭ ভোট। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের পেয়েছেন ১১৩৩ ভোট।
রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক রোববার সকাল ৮ ঘটিকায় তার নিজ কেন্দ্র উত্তর পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় তার স্ত্রী এডভোকেট হনুফা আক্তার রিক্তাও ভোট প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন