নতুন বছর বেশ বড় আয়োজন নিয়ে শুরু করছেন কণ্ঠশিল্পী পড়শী। শুরুতেই প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে নতুন গান। নাম চ‚ড়ান্ত না হওয়া গানটি প্রকাশিত হবে ভালোবাসা দিবস উপলক্ষে। এছাড়া একই দিবসে পড়শীর আরও একটি গানের ভিডিও প্রকাশ করবে গানচিল। পড়শী বলেন, গানচিলের ব্যানারে আমার পুরনো একটি গানের ভিডিও প্রকাশিত হবে। আর হাবিব ভাইয়ের সঙ্গে গানটির কাজ শেষ। নামটা চ‚ড়ান্ত করা হয়নি। গীতিকারের নামটিও আমরা পরে জানাবো। অনেক দিন পর হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করলাম। সামনে বেশ কিছু নতুন গান প্রকাশ করবো। ধীরে ধীরে এগুলো করছি। আশা করি, ফেব্রæয়ারিতেই আমার গাওয়া তিনটি গান আসবে। উল্লেখ্য, পড়শী সর্বশেষ গত বছর সংগীতশিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদের একটি কোমল পানীয়র জিঙ্গেলে গেয়েছেন তিনি। এছাড়াও ২০১৫ সালে এস এ হক অলিকের 'আরো ভালোবাসবো তোমায়'-তে একই সংগীত পরিচালকের সুরে গেয়েছিলেন পড়শী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন