বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী পড়শী সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘রাস্তা’। ধ্রুব মিউজিক স্টেশন-এর ব্যানারে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। জুয়েল মোর্শেদ বলেন, প্রায় সাত বছর আগে জীবন ভাইয়ের কাছ থেকে গানটির কথা নিয়েছিলাম। কাজ করতে গিয়ে হঠাৎ লিরিকটি চোখে পড়ে। এরপর পড়শীর কণ্ঠ মাথায় রেখেই সুর-সংগীত করেছি। পড়শী এ ধরনের গান আগে করেনি। আমার বিশ্বাস, সবার গানটি ভালো লাগবে। পড়শী বলেন, একেবারে অন্য রকম একটি গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আশা করছি, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। জুয়েল মোর্শেদ জানান, চলতি সপ্তাহে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন