শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভান্ডারিয়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ভান্ডারিয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ঘটনার ৪ দিন পরে ২ জনকে অভিযুক্ত করে ভান্ডারিয়া থানায় মামলা হয়েছে। ভান্ডারিয়া থানা ও মেয়ের বাবা জানায়, উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমুলা গ্রামের মাঝি বাড়ি বাজার সংলগ্ন মাদরাসায় ৮ম শ্রেণি পড়–য়া ছাত্রী গত ১৪ জানুয়ারি দুপুরে নিজ বাড়ি থেকে মামার বাড়ি যাবার পথে তেজের বাড়ির কাছে যাওয়ার পর পাশের বাড়ির আলম জোমাদ্দারের ছেলে স্বজল ও তার বন্ধু রাকিব মেয়েটিকে মুখ চেপে পার্শবর্তী পানের বরজে নিয়ে ধর্ষণ করে। পরতর্তীতে গত বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হলে ঐ দিন দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় রাত্রে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং ০৮/১৯। ধর্ষক স্বজলে বন্ধু রাকিবের পরিবার অভিযোগ করে আমার ছেলে ঢাকায় থেকে লেখাপড়া করে, আমাদের সাথে ধর্ষণের শিকার মেয়েটির পরিবারের সাথে সম্পত্তিসহ অন্যান্য বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল এবং সেই বিরোধের কারণে তাকে এ মামলায় ফাঁসানোরে চেষ্টা চালাচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন