মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোট চ্যালেঞ্জ করে বিএনপির আরও ৫ প্রার্থীর মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ২:১৬ পিএম

৩০ ডিসেম্বরের ভোট চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা করেছেন বিএনপির আরও পাঁচজন প্রার্থী।

বৃহস্পতিবার সকালে এই পাঁচ প্রার্থী মামলা করেন। এর আগে মঙ্গল ও বুধবার ধানের শীষের সাত প্রার্থী মামলা করেন। এ নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে মামলা হল ১২ টি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, বৃহস্পতিবার মামলা করেছেন ঢাকা-৫ আসনের বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে আমান, মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত, নরসিংদী-৫ আসনের ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ ।

এদিন বিভিন্ন আসনের আরও কয়েকজন প্রার্থী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এর আগে বুধবার মামলা করেন বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসনের আব্দুল হাই ও ভোলা-২ আসনের প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম।

মঙ্গলবার ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী মামলা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন