শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা, নিহতসহ আসামি ২৫৩ জন

ঠাকুরগাঁও সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:১৪ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি-গ্ৰামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুইটি মামলায় ২৫৩ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে একটিতে নিহত দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর নায়েব সুবেদার জহুরুল ইসলাম বাদী হয়ে বহরমপুর গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দুইটি করেন।
গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগে বিজিবির গুলিতে নিহত শিক্ষক নবাব আলী ও সাদেকুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে। বাকিজনের নাম জানা যায়নি।
অপর মামলায় সরকারি কাজে বাধা দেওয়ায় বিজিবি সদস্যদের ওপর চড়াও, অস্ত্র নিয়ে প্রাণনাশের চেষ্টা, সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, অস্ত্রের ক্ষতিসাধন করা ইত্যাদি অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, মামলা দুটি নেওয়া হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ পাবার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন