শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জনবল সঙ্কটে মিলছে না সেবা

সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল

সুনামগঞ্জ থেকে হাসান চৌধুরী | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

চরম জনবল সঙ্কটে ভুগছে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল। জেলার স্বাস্থ্য সেবাদানকারি এ প্রতিষ্ঠানটিতে বিভিন্ন শ্রেণির ৬০ জন চিকিৎসকের স্থল ৪৩ জন চিকিৎসকের পদ শূণ্য রয়েছে। শুধু তাই নয় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির মঞ্জুরিকৃত পদের অধিকাংশ পদই শূণ্য রয়েছে। শূণ্য পদগুলো হচ্ছে, সিনিয়র কনসালটেন্ট ১০ জনের মধ্যে ৭ জন, জুনিয়র কনসালটেন্ট ১১ জনের মধ্যে ৬ জন, আবাসিক ফিজিশিয়ান ১ জনের মধ্যে ১ জন, আবাসিক সার্জন ১ জনের মধ্যে ১ জন, মেডিকেল অফিসার ১২ জনের মধ্যে ৯ জন, সহকারি রেজিস্টার/সার্জন ১২ জনের মধ্যে ১২ জন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ৪ জনের ৩ জন, প্যাথলজিস্ট ১ জনের মধ্যে ১ জন, রেডিওলজিস্ট ১ জনের মধ্যে ১ জন, এ্যানেসথেসিস্ট ২ জনের মধ্যে ১ জন, সেবা তত্ত্বাবধায়ক ১ জনের মধ্যে ১ জনের পদ শূণ্য রয়েছে বছরের পর বছর।
নার্সিং সুপারভাইজার ৩ জনের মধ্যে ২ জন, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ ২১ জনের পদ শূণ্য রয়েছে। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব.) ২ জনের মধ্যে ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) ২ জনের মধ্যে ২ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ১ জনের মধ্যে ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মাসিস্ট) ৩ জনের মধ্যে ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওথেরাপি) ১ জনের মধ্যে ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ব্ল্যাডব্যাংক) ২ জনের মধ্যে ২ জন, মেডিকেল টেকনোলজিস্ট (হেমাটোলজি) ১ জনের মধ্যে ১ জন, কম্পিউটার অপারেটর ১ জনের মধ্যে ১ জনের পদ শূণ্য রয়েছে।
অপরদিকে, সহকারি নার্স ৫ জনের মধ্যে ৫ জন, পরিছন্নকর্মী ৭ জনের মধ্যে ৫ জন এবং ডোম ২ জনের মধ্যে ২ জনের পদই শূণ্য। শুধু তাই নয় অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারি/ ডাটা এন্ট্রি অপারেটর, কাডিওগ্রাফার, সহকারি হিসাব রক্ষক, ওয়ার্ড মাস্টার, স্টুয়ার্ড, লিলেন কিপার, রেকর্ড কিপার, কিটেক ক্লার্ক, স্টেরিলাইজার কাম মেকানিক, কম্পিউটার সাপোর্ট পার্সন এ পদগুলোসহ ড্রাইভার ২ জনের মধ্যে ১ জন রয়েছে শূণ্য।
সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, এ হাসপাতালের সিংহভাগ চিকিৎসকের পদ শূণ্য থাকলেও জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালা করে চিকিৎসক এনে চিকিৎসা সেবা চালানো হচ্ছে। এর মধ্যে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সপ্তাহে ৩ দিন মেডিকেল অফিসার, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সপ্তাহে ২ দিন এবং দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স, দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সপ্তাহে ১ দিন করে মেডিকেল অফিসার সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসা সেবা চালানো হচ্ছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সিভিল সার্জন আশুতোষ দাস বলেন, শূন্যপদে জনবল নিয়োগের বিষয়ে আমি একাধিকবার লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আমাকে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগের বিষয়ে আশ্বস্ত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন