শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চিড় ধরা পড়েনি মুশফিকের হাতে

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৬ এএম

গতপরশু টন্টনের নেটে হঠাৎ মোস্তাফিজুর রহমানের বল এসে লাগে মুশফিকুর রহিমের ডান হাতে। তীব্র ব্যথা নিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশ দলের অভিজ্ঞ এ উইকেটকিপার ব্যাটসম্যান। নেট ছেড়েছেন ব্যথায় কাতরাতে কাতরাতে। মাঠে ঘণ্টা তিনেক আইসিং করেছেন। বিকেলে গেছেন এক্স-রে করাতে। গতকাল সকালে জানা গেল, এক্স-রেতে চিড় ধরা পড়েনি, তবে ‘সফট টিস্যু ইনজুরি’। এ ধরনের চোটে ব্যথা বা ফোলা থাকে অনেকক্ষণ। মুশফিক কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন কিনা, সেটি তাই এখনো সংশয়ের চাদরে মোড়া। আজ বিকেলে অনুশীলনে বোঝা যাবে, এই চোট তাঁকে কতটা ভোগাবে। বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে স্থানীয় সময় বিকেল দুটা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। এর আগে তামিম ইকবাল-সাকিব আল হাসানও চোট পেয়েছিলেন। তবে দুজনই এখন ফিট আছেন। নতুন চিন্তা মুশফিককে নিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন