শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারে বড় ধস

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বড় ধরনের ধস নামায় সাড়ে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯৬ দশমিক ৭৫ পয়েন্ট বা চার দশমিক ৯৫ শতাংশ কমে নেমে গেছে ৩ হাজার ৭৭২ দশমিক ৫৫ পয়েন্টে। গত ছয় বছর পাঁচ মাসের মধ্যে ডিএসইএক্সের এটাই সর্বনিম্ন অবস্থান।

২০১৩ সালের জানুয়ারিতে ৪ হাজার ৫৫ পয়েন্ট নিয়ে ডিএসইএক্স সূচক চাল হওয়ার পর ওই বছরেরই ২০ অক্টোবর সূচক নেমেছিল ছিল ৩ হাজার ৭৭১ দশমিক ৬৮ পয়েন্টে।

তারল্য সংকট ও আস্থাহীনতার কারণে পতনের ধারায় থাকা দেশের পুঁজিবাজারে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে বিশ্বজুড়ে ছড়িয়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। গত তিন দিনে ৪ হাজার ২৩১ পয়েন্ট থেকে ডিএসইএক্স ৪৫৯ পয়েন্ট বা ১২ দশমিক ১৬ শতাংশ কমেছে।
দেশের আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের পতনও অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন