নাটোরের লালপুর উপজেলায় করোনা ভাইরাসের প্রদুর্ভাব মোকাবেলায় রোজগার বন্ধ হয়ে যাওয়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের ২০জন সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।
শুক্রবার (০১ মে) দুপুরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের সদস্যদের মাঝে এই ত্রান বিতরণ করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন জানান, ‘আজ উপজেলার ২০জন হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রদুর্ভাব মোকাবেলায় রোজগার বন্ধ হয়ে যাওয়া মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে বলে তিনি জানান।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন