শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে প্রাণীসম্পদ কর্মকর্তাকে মারধরের ঘটনায় আ’লীগের এক নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১১:৫৬ এএম

সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এসএমপির শাহপরান (রহ.) থানায়। এতে আসামী করা হয়েছে জেলা আ’লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিৎ সরকার সহ ১০ জনকে নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮-১০জনকে। আসামীদেও মধ্যে কনক পাল অরূপ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, নগরীর টিলাগড় এলাকায় খাওয়ার জন্য ফ্রি ‘পাঠা’ না দেওয়ায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে (ডিএলও) সোমবার মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এঘটনায় সোমবার দিবাগত রাতে শাহপরান থানায় এ মামলা (নং- ৪/২০২০) দায়ের করেন সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আমিনুল । মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন