নতুন বিজ্ঞাপনচিত্রে পারফরম করলেন চিত্রনায়ক রিয়াজ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিসেফের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বলে জানান তিনি। রিয়াজ বলেন, করোনার এই সময়ে সচেতনতার কোনো বিকল্প নেই। এ কারণে কাজ করার আগে জেনে নিয়েছি, কী ধরনের সচেতনতা থাকছে শুটিং ইউনিটে। তারপর নিরাপদ মনে হওয়ায় কাজটি করেছি। তিনি বলেন, শিশুদের জন্য ভিটামিন ‘এ’ খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বাবা-মাকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে। বিজ্ঞাপনটিতে এ বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। বেশ গুরুত্বপূর্ণ বার্তা আছে এতে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মাহফুজুল হক আশিক। সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলে এর শুটিং হয়েছে। এদিকে, খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু করবেন রিয়াজ। অক্টোবরের মাঝামাঝিতে দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন সিনেমার শুটিং শুরু কথা রয়েছে। এতে তিনি অভিনয় করছেন একজন র্যাব অফিসারের ভ‚মিকায়। সুন্দরবন থেকে জলদস্যু মুক্ত করার অভিযান নিয়ে ছবির গল্প।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন