গত মার্চে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বাগদান সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে তিনি বিয়ের কাজটি সেরে ফেলতে চান। তবে বিয়ের পর অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। স¤প্রতি ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়াকে ফারিয়া বলেছেন, ডিসেম্বরের শেষের দিকে বিয়েটা সেরে ফেলতে চাই। আশা করি, সেই সময়ে করোনা পরিস্থিতি আরো ভালো হবে। বিয়ের পর অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছি। নুসরাত শিঘ্রই কলকাতার নির্মাতা রাজা চন্দের ভয় সিনেমার শুটিংয়ে অংশ নিতে সড়কপথে সেখানে যাবেন। উল্লেখ্য, নুসরাত ফারিয়া কলকাতা ও বাংলাদেশের সিনেমায় সমানতালে অভিনয় করছেন। কলকাতার নির্মাতাদেরও তার প্রতি আগ্রহ রয়েছে। সেখানে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন