শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পবিত্র রমজানে অসহায়দের সহায়তা দেবেন চিত্রনায়িকা শাবানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১১:০৪ এএম

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা। ১৯৯৭ সালে অজানা কারণে হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায় নেন তিনি। ২০০০ সাল থেকে স্বামী-সন্তানদের নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাস করছেন তিনি। এই অভিনেত্রী হঠাৎ আলোচনায় এলেন ১০ লাখ টাকার সহায়তা ঘোষণা দিয়ে। আফরোজা সুলতানা রত্না নামের একটি ফেসবুক আইডি থেকে নিজেকে শাবানা দাবি করে এই সহায়তার ঘোষণা দেয়া হয়েছে৷ এরপর থেকেই বিষয়টি আলোচনায় এসেছে চলচ্চিত্রপাড়ায়।

আফরোজা সুলতানা রত্না নামের আইডি থেকে গত ৮ এপ্রিল লেখা হয়েছে, 'পরিবারের সবার পরামর্শে একটি ভালো উদ্যোগ নিয়েছি। আগামী রোজা উপলক্ষে সাধারণ মানুষ ও গরিব অসহায় দের জন্য ১০ লক্ষ টাকার কিছু উপহার হিসাবে দিতে চাই। আশা করি পোস্টটি সবাই শেয়ার করবেন ও অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আশা করি পোস্টটি দ্রুত শেয়ার করে সাধারন মানুষের কাছে গোছানোর চেষ্টা করবেন। যাতে তাদের হক তারা পায়।'

একইদিনে আরও এক স্ট্যাটাসে আইডিটি থেকে লেখা হয়েছে, 'যাদের বাবা নাই, যাদের হাসবেন্ড নাই এবং যে সব ছেলেমেদের বাবা মা নাই। যারা এতিম। তারা লজ্জা না করে আমার কাছে আপনার কষ্টের কথা শেয়ার করেন। আমি আপনাদের রোজা উপলক্ষে কিছু উপহার দিতে চাই। আশা করি সবাই গ্রহণ করবেন বিশেষ করে এতিমরা। পোস্টটি সবাই ইনশাআল্লাহ শেয়ার করে এতিমদের কাছে পৌঁছায়ে দিবেন। যারা এক বেলা খাবার পায় অন্য বেলা পায়না।'

তবে এ আইডি সত্যিই শাবানার কি না তা নিশ্চিত করতে পারলেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা৷ অনেকেই দাবি করছেন, আইডিটি ফেইক৷ অভিনেত্রী শাবানা সোশাল মিডিয়ায় এক্টিভ নন। কোথাও তার কোনো আইডি নেই।

নাম প্রকাশ না করার শর্তে এক চলচ্চিত্র পরিচালক নেতা বলেন, 'আমি নিজেও কনফিউশনে পড়ে গেলাম খবরটি শুনে। শাবানা ম্যাডাম তো ফেসবুক বা সোশাল মিডিয়া ব্যবহার করেন না বলেই জানি। তিনি সাদামাটা জীবনযাপন করেন৷ সংসার আর ইবাদতে কেটে যায় দিন৷ অনেক সময় অনেক রকম সহায়তা তিনি করেন৷ সেটা তার স্বামীর মাধ্যমে। কখনো চলচ্চিত্রের মানুষদের সহায়তা দেন বিভিন্ন সংগঠনে। অথবা নিজে যখন দেশে আসেন গ্রামে গিয়ে সহায়তা করেন৷ এভাবে ফেসবুকে ঘোষণা দিয়ে সহায়তা করতে কখনো শুনিনি৷ আমার মনে হয় আইডিটি ফেইক৷ যদি কোনো নিশ্চিত তথ্য হাতে আসে তবে আমি জানাবো।'

উল্লেখ্য গত বছরে দেশে এসেছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবানা। শোনা যাচ্ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক মনোনয়ন চাইছেন। স্বামীর জন্য এলাকায় গিয়ে ভোট চাইতে দেখা যায় শাবানাকে। কিন্তু শেষ পর্যন্ত ওয়াহিদ সাদিক মনোনয়ন পাননি। মনোনয়ন না পাওয়ার কয়েকদিন পর জানা গেল, যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন শাবানা।

ঢাকাই চলচ্চিত্রের এক সময়কার দাপুটে অভিনেত্রী ছিলেন শাবানা। তিন দশকের ক্যারিয়ারে প্রায় তিনশ’র মত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে অভিনয়ের জন্য নয়বার ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৭ সালে আজীবন সম্মাননা পান শাবানা। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে প্রযোজক সমিতি পুরস্কার, বাচসাস পুরস্কার, আর্ট ফোরাম পুরস্কার, নাট্যসভা পুরস্কার, কামরুল হাসান পুরস্কার, নাট্যনিকেতন পুরস্কার, ললিতকলা একাডেমি পুরস্কার ও কথক একাডেমি পুরস্কার। নব্বইয়ের দশকের শেষভাগে অভিনয় জগতকে টা টা বলে দিয়ে যুক্তরাষ্ট্রে স্বামী-সন্তান নিয়ে থিতু হন শাবানা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন