শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঢাকায় আসছেন শাবানা আজমী

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী ও বিশিষ্ট সমাজ সেবিকা শাবানা আজমী। আজ ‘ব্র্যাক ইউনিভার্সিটি’র ১১তম সমাবর্তন অনুষ্ঠানে কনভোকেশন স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন বলে ইউনিভার্সিটির একটি সূত্র নিশ্চিত করেছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির একটি হলে অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটির ১১তম সমাবর্তন অনুষ্ঠান। ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’র গভর্নিং বডির একজন মেম্বার শাবানা আজমী। সেই সূত্রেই ‘ব্র্যাক ইউনিভার্সিটি’র কনভোকেশনে কনভোকেশন স্পিকার হিসেবে তিনি উপস্থিত থাকবেন। এবারের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বাংলাদেশের চলচ্চিত্রে শাবানা আজমী একবারই অভিনয় করেছিলেন। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। তবে এরপর বাংলাদেশ থেকে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে শাবানা আজমীকে আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি। কারণ সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান কিংবা সমাজের উন্নয়নমূলক কোনো অনুষ্ঠান ছাড়া সাধারণত তিনি বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এড়িয়ে যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন