শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্বামীর জন্য নৌকায় ভোট চাইলেন শাবানা

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শাবানা তার স্বামী ওয়াহিদ সাদিকের জন্য ভোট চাইলেন। ওয়াহিদ সাদিক আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি যশোর-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রাথমিক ক্যা¤েপইন চালাচ্ছেন। গত মঙ্গলবার শাবানা তার শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলায় গিয়ে ওয়াহিদ সাদিকের জন্য সবার সমর্থন এবং নৌকায় ভোট চেয়েছেন। এসময় শাবানার সঙ্গে ছিলেন তার স্বামী ওয়াহিদ সাদিক ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, অভিনেতা মিশা সওদাগর। এর আগে সকালে কেশবপুরের একটি মসজিদ ও মক্তবে কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকের অর্থায়নে নির্মিত মসজিদ ও মাদরাসা উদ্বোধন করা হয়। মসজিদ ও কোরআন শিক্ষা কেন্দ্র উদ্বোধনের পর শাবানা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সবার কাছে দোয়া চান। উল্লেখ্য, চলচ্চিত্র থেকে শাবানা বিদায় নেন ১৯৯৭ সালে। এরপর ২০০০ সালে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jahid ২১ জুলাই, ২০১৭, ৩:২৭ এএম says : 1
ara je kano rajnitite ase seta e buji na
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন