শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুষ্টিয়া সুগারমিলে চিনি আত্মসাৎ

৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

কুষ্টিয়া সুগার মিল থেকে বিপুল পরিমাণ চিনি আত্মসাতের ঘটনায় মিলের এক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। কুষ্টিয়া দুদক সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে গতকাল কুষ্টিয়া সদর থানায় এ মামলা করেন। মামলায় কুষ্টিয়া সুগার েিমলর উপ-ব্যবস্থপক (ভান্ডার) আল আমিন, গুদামরক্ষক ফরিদুল হক ও শ্রমিক সরদার বশির উদ্দিনকে আসামি করা হয়েছে। চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে কুষ্টিয়া সুগার মিলের চিনির গুদামের স্টক রেজিস্টার মেলাতে গিয়ে ধরা পড়ে গুদামে প্রায় ৫৩ টন চিনির হদিস নেই। বিষয়টি জানাজানি হলে চিনিকল প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয় এবং ৫জুন জুন রাতে এ সংক্রান্ত থানায় অভিযোগ করা হয়। সে সময় এ ঘটনায় গঠন করা হয় একাধিক তদন্ত কমিটি। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দুদক। তদন্তে উঠে আসে কুষ্টিয়া সুগার মিলের উপ-ব্যবস্থাপক (ভান্ডার) আল আমিন, গুদামরক্ষক ফরিদুল হক ও শ্রমিক সরদার বশির উদ্দিন এ চিনি আত্মসাতের সঙ্গে জড়িত।
এ ঘটনায় গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া উপ-সহকারী পরিচালক নীল কমল পাল ওই তিন জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই তিন কর্মকর্তা-কর্মচারী পরস্পর যোগসাজশে চিনিকলের ৫২.৭০০ টন চিনি আত্মসাৎ করে। যার আনুমানিক মূল্য ৩৩,২০,১০০ টাকা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন