গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের চন্দনী এলাকায় ডাকাতির চেষ্টা কালে র্যাব সদস্যরা ৪ ডাকাতকে আটক করেছে। সেই সাথে ৩টি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি ও ২টি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার মল্লিককান্দি গ্রামের ফারুখ মাহমুদ, ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পিয়াজখালী রেপারী ডাঙ্গী গ্রামের জলিল বেপারী ও একই গ্রামের নাগর বেপারী এবং ঢাকা জেলার দোহার থানার পানাঘাটা গ্রামের মৃত হাতেম খানে সেন্টু খান। জানা গেছে, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গত বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের চন্দনী এলাকায় আসেন। এ সময় এক দল ডাকাত গাছের সঙ্গে দড়ি বেঁধে টর্স লাইট দিয়ে সড়কের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় র্যাব সদস্যরা ওই চার ডাকাতকে আটক করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন