শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নিবন্ধ

চিঠিপত্র

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চাই হাটবাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা
উন্নয়নের পর নানা কারণে দেশের অনেক হাটবাজারের অবস্থা হয়ে দাঁড়ায় শোচনীয় । কেবল সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে জনসাধারণ তার সুফল পুরোপুরি ভোগ করতে পারে না। যেমন পেরি-ফেরি সীমানাগুলো জনগণের জন্য উন্মুক্ত রেখে অবকাঠামোগত সুযোগ-সুবিধা লাভের ব্যবস্থা করে দেয়া হয়েছে। কিন্তু কতিপয় স্থানীয় ভূমিদস্যু হাট ইজারাদারদের আশীর্বাদ নিয়ে পেরি-ফেরি সীমানাগুলো দখল করে নিচ্ছে। মোটা অংকের অর্থের বিনিময়ে সরকারি বিধি লংঘনপূর্বক যত্রতত্র গড়ে তুলছে অবৈধ স্থাপনা। এমনিক সরকারি প্রতিষ্ঠান টিনশেডগুলোতেও স্থায়ী অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে কোথাও কোথাও। এতে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে ও স্থানীয় হাট-বাজারের সৌন্দর্য নষ্ট হচ্ছে। যেখানে সেখানে আবর্জনা ফেলে রাখায় ছড়াচ্ছে দুর্গন্ধ। জনস্বার্থে কসাইখানা নির্মাণ করে দেওয়া হয়েছে। কিন্তু সেটারও সদ্ব্যবহার হচ্ছে না ঠিকমতো। নিয়মিত পরিস্কার না রাখার কারণে দূষিত হচ্ছে তার পরিবেশ। এছাড়া হাটের অভ্যন্তরে কোথাও কোথাও ছায়াদানকারী প্রাচীর ও প্রকা- বৃক্ষ আছে। এগুলো প্রাকৃতিক ছাতা স্বরূপ। সৌন্দর্য বর্ধনের জন্য সরকার এই ধরনের গাছের গোড়া অর্থ খরচ করে বেঁধেও নিয়েছে। অথচ বিধি-বিধান তোয়াক্কা না করে জবরদখলকারী সে জায়াগারও বানিয়ে নিচ্ছে স্থায়ী ও অবৈধ স্থাপনা। যেহেতু সরকার এসব হাটবাজারে থেকে প্রচুর রাজস্ব পেয়ে থাকে তাই সঙ্গতকারণে এইসব অনিয়ম ও বিশৃঙ্খলার প্রতি সরকারের সজাগ দৃষ্টি রাখার দরকার। পদাধিকার বলে স্ব-স্ব ইউপি চেয়ারম্যানগণ হাটবাজারের সভাপতি। এক্ষেত্রে তাদেরও ইতিবাচক ভূমিকা থাকার দরকার। হাটবাজারে খোলা খাবার বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল রয়েছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন রাজভাড়ী হাটের অবস্থা ভালো নয়। সেখানে সবকিছু থাকার পরও মনে হয় যেন কিছুই নেই। হাটটি প্রাচীনকালের। এখানে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য আমরা জোর আবেদন জানাই।  মো. মোজাম্মেল হক
প্রভাষক, ইতিহাস, সোনাইচ-ী কলেজ,
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।

শিক্ষক নিয়োগে সতর্কতা প্রয়োজন
শিক্ষক নিয়োগে স্বল্পতা, সততা ও সতর্কতার যথেষ্ট অভাব থাকায় যোগ্য, মেধাবী ও দেশপ্রেমিক ব্যক্তিরা শিক্ষকতা পেশায় আসতে পারছেন না। ফলে একজন শিক্ষকের যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকার প্রয়োজন তাও অনেকের মধ্যেই নেই। অনেক শিক্ষকই  আছেন যাঁরা শিক্ষকতার মতো মহান পেশাকে ব্যবসায় পরিণত করেছেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বর্তমানে শিক্ষার্থীরা আদর্শ শিক্ষক হিসেবে কাউকে পাচ্ছে না যাঁকে অনুসরণ করে তারা নিজেদের জীবন গড়ে তুলবে।
মানুষ সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও যে সকল অযোগ্য শিক্ষক রয়েছে তাঁদেরকে যে কোনো মূল্যে অপসারণ করতে হবে। কারণ এই অযোগ্য শিক্ষকরা দেশ ও জাতির জন্য বিপজ্জনক। সুতরাং শিক্ষক নিয়োগের সতর্কতা প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
চিন্তাহরণ বিশ্বাস
হাজড়া তলা, ফরিদপুর।

টিউবওয়েলটি সচল করা প্রয়োজন
পানির অপর নাম জীবন অথচ নাঙ্গলকোট রেল স্টেশনের প্লাটফর্মের টিউবওয়েলটি স্বচল না থাকায় বারবার পত্রপত্রিকায লেখালেখি হলেও অদ্যাবধি নজর পড়েনি সংশ্লিষ্ট কতর্ৃৃপক্ষের। ফলে পানির অভাবে যাত্রীসাধারণকে দুর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত। প্রতিদিন শত শত যাত্রী, শিশু-কিশোরসহ পিপাসায় ভুগছে যাত্রীসাধারণ। যেখানে প্রতিদিন শত শত যাত্রী উঠানামা করছে এবং প্লাটফর্মে সময় কাটাচ্ছে ট্রেনের অপেক্ষায়। সেখানে যাত্রীদের পানীর প্রয়োজন প্রতি মুহূর্তে। পানীর অভাবে দিগি¦দিক ছোটাছুটি করতে হয় যাত্রীদের। পত্রপত্রিকায় লেখাখেলিতে টিওবওয়েলটি স্বচল হওয়াতো দূরের কথা বর্তমানে শুধু পাইপের অংশটিই দাঁড়িয়ে আছে। উপরের মাথাটুকু পর্যন্ত বর্তমানে নেই। অবিলম্বে টিওবওয়েলটি স্বচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগী যাত্রীরা।
দ্বীন মোহাম্মদ
নাঙ্গলকোট, কুমিল্লা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন