শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চ্যানেল আইতে ঈদুল ফিতরে নতুন ৭ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি প্রচার করবে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালায় থাকছে ৭ নতুন চলচ্চিত্র। প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে। ঈদের দিন ঈদের দিন প্রচার হবে ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নুরুল আলম আতিক। অভিনয়ে শিল্পী সরকার অপু, ইলোরা গরহর, জ্যোতিকা জ্যোতি, আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা প্রমুখ। ঈদের ২য় দিন চলচ্চিত্র ‘ন’ ডরাই’। কাহিনী ও চিত্রনাট্য. শ্যামল সেনগুপ্ত, পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ, সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতারা প্রমুখ। ঈদের ৩য় দিন প্রচার হবে ‘গন্ডি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তফা, শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ। ঈদের ৪র্থ দিন প্রচার হবে ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান্ অভিনয়ে ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আরশ খান, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি প্রমুখ। ঈদের ৫ম দিন চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, শিমুল খান, অঞ্জলি সাথী, এ বি এম সোহেল রাশিদ প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন ‘চন্দ্রাবতী কথা’। পরিচালনায় এন রাশেদ চৌধুরী। অভিনয়ে দিলরুবা হোসেন দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ। ঈদের ৭ম দিন চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। কাহিনী ও চিত্রনাট্য. মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদু প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন