শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চ্যানেল আইতে আজ দেখানো হবে দেবদাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

চাষী নজরুল ইসলাম পরিচালিত আলোচিত সিনেমা ‘দেবদাস’ আজ বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার করা হবে। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটিডে। চিত্রনাট্য করেছেন চাষী নজরুল ইসলাম। অভিনয় করেছেন শাকিব খান (দেবদাস), অপু বিশ্বাস (পার্বতী), মৌসুমী (চন্দ্রমুখী), শহিদুজ্জামান সেলিম (চুনিলাল) প্রমুখ। এর গল্পে দেখা যাবে, জমিদার তনয় দেব ভালোসেবে ফেলে তাদের বাড়ির আঙ্গিনায় বেড়ে ওঠা এক সাধারণ তরুণী পার্বতীকে। দেব পড়ালেখা জানা শিক্ষিত তরুণ। ভবিষ্যৎ জমিদার। সম্পর্কের মানদÐে পার্বতীর সাথে তার সম্পর্ক অসম্ভব। কিন্তু সমাজ যাই ভাবুক না কেন দেব বেপরোয়া। অন্যদিকে অন্তর দহনে নিশ্চুপ পার্বতী। জীবনের প্রয়োজনেই পার্বতীকে একদিন চলে যেতে হয় অন্যের ঘরে। পার্বতীকে ভুলতে দেব আসক্ত হয়ে পড়ে শরাবে। চুনিলালের মতো আস্থাভাজন বন্ধুও ফেরাতে পারে না তাকে। এ সময় দেবের জীবনে আসে চন্দ্রমুখী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন