বিনোদন ডেস্ক : মডেল-উপস্থাপিকা আমব্রিন টয়লেট ক্লিনার-এর বিজ্ঞাপনে মডেল হলেন। সম্প্রতি ফিনপিক নামে একটি টয়লেট ক্লিনার-এর মডেল হন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আলম আসাদ মিন্টু। রাজধানীর উত্তরা ও পিংকসিটিতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। আমব্রিন বলেন, বিজ্ঞাপনের কনসেপ্টটি জানার পর খুব ভালো লেগেছে। আশা করছি, এবারে ফিনপিকের বিজ্ঞাপনটিতেও ভালো কিছু হবে। উল্লেখ্য, বিজ্ঞাপনটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। অ্যামব্রিন ছাড়াও এখানে আরো অভিনয় করেছেন রানা ইসলাম, কোয়েনা ও তিয়াশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন