বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে গত ১৮ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে আইসিউতে ছিলেন তিনি। এখন তিনি পুরোপুরি সুস্থ। গত মঙ্গলবার হাসপাতাল ছেড়ে রাজধানীর উত্তরায় বাসায় ফিরেছেন তিনি। বাসায় ফিরলেও বিশ্রামে রয়েছেন তিনি। ফেসবুকে এক স্ট্যাটাসে জনপ্রিয় এ গীতিকার লেখেন, সবার দোয়া ভালোবাসায়, আমার পরিবারের সবার সেবায় আর স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। আরো কিছুদিন বিশ্রাম প্রয়োজন। আমাকে সবাই এত পছন্দ করেন, ভালোবাসেন, হয়তো এরকম একটা কঠিন অসুখ না হলে টের পেতাম না। সবার কাছে আমি কৃতজ্ঞ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন