রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারে সূচক বাড়ছেই

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে গতকালের লেনদেন কার্যক্রম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ১৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৭৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫২৬ কোটি ৬০ লাখ। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৯১ কোটি ৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫১ কোটি ৬ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৭ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৩ পয়েন্টে এবং ১১ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৬৪টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ডেসকো, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফার কেমিক্যাল, এএফসি অ্যাগ্রো, ডোরিন পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, পেনিনসুলা হোটেল, ইফাদ অটোমোবাইল এবং বেক্সফার্মা। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি, শমরিতা হাসপাতাল, ডেসকো লি:, ইয়াকিন পলিমার, মুন্নু সিরামিকস, পেনিনসুলা চিটাগাং, ফার কেমিক্যাল, জাহিন স্পিনিং, এসআলম কোল্ড রোল্ড, জিকিউ বলপেন ও ন্যাশনাল টি কোং। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি, মেঘনা পিইটি, মেঘনা কনডেন্সড মিল্ক, খুলনা পাওয়ার, অগ্রণী ইন্সুরেন্স, তাল্লু স্পিনিং, শ্যামপুর সুগার, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্সুরেন্স ও মতিন স্পিনিং।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৯০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৫১ কোটি ৬ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৭২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৩৪টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি হলোÑ আরএসআরএম স্টিল, ডেসকো, বেক্সিমকো লিমিটেড, ফার কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, এসআলম কোল্ড রোল মিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল ব্যাংক, আরামিট সিমেন্ট এবং ইয়াকিন পলিমার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন