শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মীরসরাইয়ে দখলে হারিয়ে যাচ্ছে খাল ও ছড়া

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আমিনুল হক, মীরসরাই (চট্টগ্রাম) থেকে : খাল-ছড়া-বিল-পুকুর পরিবেষ্টিত মীরসরাইয়ের রূপে অনেক কবি লেখকের রচনাতে স্মরণীয় অনেক উক্তি সবই আজ যেন স্মৃতি। সেই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ খালগুলো আজ যেন স্মৃতির পাতায় শুধু। উপজেলার সাহেরখালী খাল, মঘাদিয়া খাল, বামনসুন্দর খাল, হিঙ্গুলী খাল, আবুতোরাব খাল, ডোমখালী খাল, মিঠানালা খাল, দুর্গাপুর খাল, শান্তিরহাট খালসহ মহামায়া ছড়া, গনকছড়া, খৈয়াছড়া, গোভানিয়া ছড়া, বাওয়াছড়া, নাপিত্তাছড়াসহ শতাধিক খাল ছড়ায় পরিবেষ্টিত ছিল কৃষি ও প্রাকৃতিক সমৃদ্ধ এই মীরসরাই উপজেলা। কিন্তু কালের বিবর্তনে এসব খাল মজে গিয়ে, কোথাও দখল-বেদখলের কবলে পড়ে কোথাও বিলীন হয়ে গিয়ে পরিবেশ ও আজ বিপন্ন হবার পথে। অথচ এইসব খালগুলো একসময় বর্ষায় যেমন দ্রুত পাহাড়ি ঢলের পানি সমুদ্রে পতিত হবার সাহায্য করতো। তেমনি শুষ্ক মৌসুমে মজুত থাকা জলে কৃষিতে সেচ দেয়ার সহায়ক হতো। এইসব খালগুলো এখন মরণাপন্নই। খালের দুই পাড় দখলদারদের দৌরাত্ম্য।  হাটবাজার এলাকাগুলোতে তো আর কথাই নেই। দখলের মহোৎসবে সবাই যেন ভুলেই যেতে বসেছে নিজ এলাকার ঐতিহ্যসমৃদ্ধ খালগুলোর কথা। খালগুলোকে দখলদারমুক্ত করার জন্য বিভিন্ন ফোরামও দেখা যায় কোনো কোনো সময়। কিন্তু সবাই নামেমাত্র নড়ে চড়ে আবার নীরব হয়ে যায় অদৃশ্য কারণে। অথচ ইতোমধ্যে উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব বাজার, শান্তিরহাট, বামনসুন্দর, আবুরহাট বাজারে গেলেই বাজারগুলোর মধ্যখান দিয়ে বয়ে যাওয়া বড় বড় খালগুলোর করুণ দশা দেখা যায়। দুপাশেই সরকারি খাস জমিতে খালের অংশ দখল করে স্থায়ী-অস্থায়ী স্থাপনার ভিড়ে খালগুলোর আয়তন আর বোঝার উপায়ও নেই। শুধু তাই নয় সরকারের ভূমি বিভাগের কিছু অসাধু কর্মচারীদের দ্বারা অনেক সরকারি খালের খাস জমিকে বিভিন্ন জরিপের সময় কৌশলে বিভিন্ন নামে ও কাগজপত্র বানিয়ে নেয় অনেকে। এরপরও অবশিষ্ট দখলের কবলে খাল-ছড়াগুলো  রক্ষা করা এবং খাল-ছড়াগুলো পুনঃখনন এখন সময়ের দাবি। এই বিষয়ে মীরসরাইয়ের সহকারী কমিশনার ভূমি আজগর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিবেশ রক্ষায় ও সার্বজনীন কল্যাণের স্বার্থে খাল-ছড়াগুলো দখলমুক্ত করার জন্য আমরা প্রশাসনিকভাবে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করবো। তিনি এই বিষয়ে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিগণের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন