শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমি দখলকে কেন্দ্র করে পিতা-পুত্র জখম

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়া গাবতলীর বালিয়াদিঘীতে জমিজমা বিরোধের জের ধরে ও জমি দখলকে কেন্দ্র করে পিতা-পুত্র সহ ২ জনকে গুরুতরভাবে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার বালিয়াদিঘী চারমাথা গ্রামে। জানা যায়, ওই গ্রামের মৃত দানেস উদ্দিনের পুত্র আব্দুর রশিদের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ বাচ্চু মন্ডলের ৭০ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত জমিজমার বিরোধ চলে আসচ্ছিল। এর জের ধরে বুধবার দুপুর দেড়টায় কৃষক আব্দুর রশিদের দখলীয় জমিতে প্রতিপক্ষ বাচ্চু, সোহেল, কুদ্দুস, সবুজ, শামীম, জাকিরুল ও আহম্মদসহ ভাড়াটিয়া ৮ থেকে ১০ জন লোক লাটিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এ সময় জমির মালিক আব্দুর রশিদ বাঁধা দিলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে এলোপাথারী ভাবে মারপিট করলে আব্দুর রশিদ (৫০) ও তার পুত্র রিপন (২৫) গুরুতরভাবে জখম হয়। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে প্রতিপক্ষরা আব্দুর রশিদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর আব্দুর রশিদসহ পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহেল রানা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন