বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী হৃদয় খানের নতুন গান ‘জানি না বুঝি না’র মিউজিক ভিডিওর শূটিং শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। ১৮ ফেব্রুয়ারি ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হবে বলে জানান হৃদয় খান। এরই মধ্যে শুটিংয়ের দৃশ্যের পেছনের গল্পের ভিডিওটি গত শনিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন হৃদয়। জিরো রেকর্ডসের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওতে হৃদয় খানের বিপরীতে মডেল হয়েছেন অবনী। এ ছাড়া ভিডিওটিতে ৩৫ জন মডেল কাজ করেছেন। ভিডিও নির্মাণ করেছেন রিংকন খান ও হৃদয় খান। ভিডিওতে শুটিংয়ের প্রয়োজনে প্রায় ৪০টি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে। হৃদয় খান বলেন, ‘চাই না মেয়ে তুমি অন্য কারো হও’ গানটি গাওয়ার বহুদিন পর এ রকম স্বাদের একটি রোমান্টিক গান গেয়েছি। গানের ভিডিওটিতে সুন্দর একটি গল্প আছে। এখানে আমি পাগল প্রেমিক চরিত্রে অভিনয় করেছি। গানটি লিখেছেন শাহান এবং এর সুর ও সংগীতায়োজন আমি নিজেই করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন