সম্প্রতি সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক হৃদয় খানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে দ্বৈতকণ্ঠে গাওয়া হৃদয় ও লিজা’র গান ‘ভাবনা’। গানটি লিখেছেন, সুর সঙ্গীতায়োজন করেছেন হৃদয় খান নিজেই। গানটি প্রকাশের পর এর শ্রোতা-দর্শকের সংখ্যা বেড়ে চলেছে। এরইমধ্যে গানটি ইউটিঊবে দুই লক্ষ’রও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির সাড়া পাওয়া প্রসঙ্গে লিজা বলেন, ‘অবশ্যই সকল শ্রেণীর শ্রোতা-দর্শকের কথা মাথায় রেখে গানটি করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এই সময়ে একটি গান করার পর সকল শ্রেণীর শ্রোতা-দর্শকের কাছ থেকে সাড়া পাওয়া কঠিন। গানটির কথা, সুর এবং সঙ্গীতায়োজনের চমৎকার সমন্বয় হওয়ায় সবার ভালো লাগছে বলে মনে করি। তাছাড়া দেশ বিদেশে হৃদয় খানের ও অনেক ভক্ত-শ্রোতা আছেন, তাদেরও ভালোলাগা কাজ করেছে।’ এদিকে লিজা তার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যও নিয়মিত গান করছেন। নতুন নতুন বেশকিছু গানের কাজ চলছে। সময় হলেই তা তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন। হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘হৃদয় খান’-এ যে গানগুলো প্রকাশিত হয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘আমি জানি’, ‘ভালোলাগেনা’, ‘ভালোবাসা এ কী নেশা’, ‘আজ একী’সহ আরো বেশকিছু গান। এদিকে লিজা স্টেজ শো’তে সরাসরি গান গাওয়া শুরু না করলেও টেলিভিশন চ্যানেলে গান করার চেষ্টা করছেন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন