অনেক দিন ধরে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খানের নতুন কোনো গান নেই। শ্রোতারাও তার কাছ থেকে নতুন গান পাচ্ছে না। তবে হৃদয় খান জানান, নতুন গানের কাজ থেমে নেই, চলছে। করোনার সময়ও বসে ছিলাম না। অনেকগুলো নতুন গান তৈরি করেছি। যা এখনো প্রকাশ করা হয়নি। আশা করি, সামনে নতুন অনেক গান আসবে। তবে কোন গান কবে প্রকাশ হবে, তা এখনো ঠিক করিনি। হৃদয় খান বলেন, করোনার কারণে ঘর থেকে বের হতে পারিনি। তাই অনেক কাজ করা হয়নি। এখন পুরোদমে কাজ শুরু করেছি। গানের পাশাপাশি নিজের গানগুলোর ভিডিও নির্মাণ করবো, এরপর তা প্রকাশ হবে আমার ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিও নির্মাণের পাশাপাশি নতুন কিছু করার ভাবনাও আছে। সব চূড়ান্ত হলে জানাবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন