বিনোদন ডেস্ক: অনেক দিন পর একসঙ্গে নাটকে অভিনয় করলেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী শখ। সম্প্রতি দুটি নাটকে তারা একসঙ্গে অভিনয় করেছেন। নাটক দুটি হলো মাদারস লাভ এবং ভালো ও বাসা। নাটক দুটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। নির্মাতা জানান, মা দিবসের জন্য মাদারস লাভ নাটকটি নির্মাণ করেছি। নাটকটি ১৪ মে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে ইমন ও শখ স্বামী-স্ত্রীর ভ‚মিকায় অভিনয় করেছেন। ইমনের মা চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রের খলনায়িকা রীনা খান। শখ বলেন, নাটকে আমার শাশুড়ি থাকেন রীনা খান। নাটকে বৌ, শাশুড়ি ও ছেলের চমৎকার একটা গল্প আছে। ইমন বলেন, শখ আমার ভালো বন্ধুদের মধ্যে একজন। ওর সঙ্গে অনেক দিন পর অভিনয় করে ভালো লাগল। মা দিবসের সব নাটকই স্পেশাল। আশা করছি, মাদারস লাভ নাটকটি দর্শকদের ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন