গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসেন তারকারা। এ সময় তারা নিজেরা যেমন উৎসব মুখর পরিবেশে সেল্ফি তোলেন তেমনি ক্যামেরার সামনেও দাঁড়ান। প্রথম ছবিতে ভোট দিতে এসেছিলেন তারকা দম্পতি অনন্ত ও বর্ষা। দ্বিতীয় ছবিতে মেয়ে ওলিজা মনোয়ারকে নিয়ে ভোট দিতে আসেন ডিপজল। তৃতীয় ছবিতে ওমর সানি নিজেই সেল্ফি তুলতে দাঁড়িয়ে যান। তার সেল্ফিতে ধরা পড়েন আলী রাজ, রোজিনা, মৌসুমী, অপু বিশ্বাস, অমিত হাসানসহ অনেকে। চতুর্থ ছবিতে ক্যামেরার সামনে দাঁড়ান এ প্রজন্মের দুই নায়ক ইমন ও সাইমন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন